স্বাগত!

আমরা আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই।

আমরা যারা ব্যক্তিগতভাবে তাঁকে আমাদের পরিত্রাতা হিসাবে গ্রহণ করেছি আমরাই প্রভু যীশু খ্রীষ্টেতে বিশ্বাসী ৷
তিনি সবচেয়ে চমৎকার এবং উপভোগ্য ব্যক্তি। আমরা তাঁকে ভালবাসি এবং তাঁকে সব কিছুতে প্রথম স্থান দেওয়ার চেষ্টা করি।
আমরা ঈশ্বরের পুত্র যীশুর রক্তের দ্বারা শুদ্ধ হয়ে পিতার ঐশ্বরিক জীবন থেকে পুনরায় জন্মগ্রহণ করে এবং পবিত্র আত্মায় পূর্ণ হতে পেরে আনন্দিত।
আমরা পবিত্র বাইবেলকে ঈশ্বরের নিজের এবং তাঁর অনন্ত পরিকল্পনার প্রকাশনা হিসাবে গভীরভাবে লালন করি।
আমরা মৌলিক বিশ্বাসকে ধারণ করি যা বাইবেলে প্রকাশিত হয়েছে এবং প্রকৃত সকল বিশ্বাসীদের কাছে সেই বিশ্বাস এক।
খ্রীষ্টেতে সমস্ত বিশ্বাসীদের কাছে যেমন সত্য যে, আমরা তাঁর এক দেহের, মন্ডলীর সদস্য।

আমরা সেই বিশ্বাস ধারণ করি যা সকল বিশ্বাসীদের কাছে এক : (তীত 1:4, যিহূদা 3))

  • বাইবেল হল পবিত্র আত্মার মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে আসা পরিপূর্ণ ঐশ্বরিক প্রকাশনা। (2 পিতর 1:21, 2 তীম. 3:16)
  • ঈশ্বর এককভাবে একজন, তবুও ত্রিত্ব: পিতা, পুত্র এবং আত্মা। (1 তীম. 2:5a, মথি 28:19)
  • ঈশ্বরের পুত্র, এমনকি ঈশ্বর নিজেও, যীশু খ্রীষ্টের নামে একজন মানুষ হয়ে অবতারিত হয়েছিলেন। ( যোহন 1:1, যোহন 1:14)
  • যীশু খ্রীষ্ট আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, আমাদের মুক্তির জন্য তাঁর রক্ত দিয়েছিলেন। (1 পিতর. 2:24, ইফি. 1:7a)
  • খ্রীষ্ট তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। (1 করি. 15:4)
  • খ্রীষ্ট সকলের প্রভু হতে ঈশ্বরের ডানদিকে ঊর্ধলোকে  উন্নীত হয়েছেন। (প্রেরিত 1:9, প্রেরিত 2:33, প্রেরিত 2:36)
  • যখনই কোন ব্যক্তি ঈশ্বরের কাছে অনুতপ্ত হয় এবং প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করে, তখন সে পুনরুত্থিত হয় (পুনরায় জন্ম নেয়) এবং খ্রীষ্ট এক দেহের জীবন্ত সদস্য হয়ে ওঠে। (প্রেরিত 20:21,যোহন  3:3, ইফি. 1:22-23, রোম 12:5)
  • খ্রীষ্ট তাঁর বিশ্বাসীদেরকে নিজের কাছে গ্রহণ করতে আবার আসছেন । (1 থিষ. 2:19)